খায়রুল আনাম, কেশবপুর (যশোর) প্রতিনিধি
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
যশোরের কেশবপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উদযাপন করা হয়। ( ১ মে) বৃহস্পতিবার সকাল ১০ টায় কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে”এই প্রতিপাদ্য সামনে রেখে দিবস টি পালন উপলক্ষে র্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসােনা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শরীফ নেওয়াজ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস ছামাদ বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেশবপুর উপজেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সহ-সভাপতি নুরুজ্জামান চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, উপজেলা কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেশবপুর উপজেলা শাখা, এ্যাড: ওজিয়ার রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর সভাপতি জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তারা মে দিবসে তাৎপর্য তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার রেকসােনা খাতুন বলেন শ্রমিকদের কাজের সঠিক মজুরি দেওয়া স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের সুরক্ষা দেওয়া সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক বলেন শিশু শ্রম কে না বলা, শ্রমিকদের কাজের মজুরি তাদের ঘাম শুকানোর আগে বুঝে দেওয়া উচিত।
বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাঁদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। সকল শ্রমিকদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী দাস। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক সহ কেশবপুর উপজেলার বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com