মোঃ ফিরোজ হোসেন, পাথরঘাটা (বরগুনা)
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
বরগুনার পাথরঘাটায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্লাস্টিক বিরোধী আন্দোলনে অনুষ্ঠিত হয়েছে। ‘প্লাস্টিক দূষণ বন্ধ করি, পরিবেশ রক্ষা করি’ এমন প্রতিপাদ্য নিয়ে একটিভিস্টা বরগুনা নামে অর্ধশতাধিক যুবরা এই প্লাস্টিক বিরোধী আন্দোলনে অংশ গ্রহণ করে।
বৃহস্পতিবার বেলা এগারোটা দিকে পাথরঘাটা একটি র্যালি বের হয়ে পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে গোল চত্বর এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর পর বাজারের বিভিন্ন দোকানদারকে পলিথিন ব্যবহার না করার জন্য সচেতন করেন। এই র্যালি ও মানববন্ধনটি একশনএইড বাংলাদেশ এর সহযোগিতা এনএসএস এর এফোরটি প্রজেক্ট বাস্তবায়ন করে।
র্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, সমাজকর্মী মেহেদী সিকদার, একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. লিমন বিশ্বাস, একশনএইড বাংলাদেশ এর প্রতিনিধি ইন্সপিরেটর সুইট খান, এন এস এস এর প্রোজেক্ট অফিসার রুমা বেগম এবং বরগুনা ইয়ুথ হাব (পাথরঘাটা) এর এক্টিভিস্টাগণ।
এসময় বক্তব্যরা বলেন, প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তনের যে কুফল জানে অনেকেই। কিন্তু এর প্রতিকার বা পরিহার করতে আগ্রহ দেখা যায় না। এছাড়াও পলিথিন তৈরি কারখানাও বন্ধে সরকারের শক্তিশালী কোন পদক্ষেপ চোখে পড়ে না। আমরা সব সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক গুলো জানানোর চেষ্টা করছি। আসুন আমার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি, পৃথিবীকে রক্ষা করি।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com