প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৪:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৫, ২:১৫ পি.এম
রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১২মে সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত করা হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষভাবে নজর রাখতে হবে। সন্ত্রাস ও নাশকতার সাথে সম্পৃক্ত ব্যাক্তি বা সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোন ভাবে যাতে যুবসমাজকে বিভ্রান্ত করতে না পারে সেদিকে নজরদারি রাখতে হবে বলে জানান বক্তারা।অন্য দিকে অসাধু ব্যবসায়ীরা যাতে ভেজাল পণ্য ভোক্তাদের নিকট বিক্রি না করতে পারে সেদিকেও নজরদারি বাড়াতে প্রশাসনের বিশেষ দৃষ্টি করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এর সভাপতিত্বে অতিথি ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ (পিএসসি),রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আবু রাসেল, বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান লালী, রাজবাড়ী জেলার বিভিন্ন সরকারি বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com
Copyright © 2025 দৈনিক প্রভাতের সংবাদ. All rights reserved.