বিগঞ্জের শায়েস্তানগরে ইজিবাইকে যাত্রী উঠানামা নিয়ে সংঘর্ষ,আহত ৫০

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

হবিগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।আহতরা হল,শায়েস্তানগরের জামাল মিয়ার পুত্র সুবেল (২২), শহিদ মিয়ার পুত্র সৌরভ (২০), রশিদ মিয়ার পুত্র জিয়া (২০),  শাহানুর মিয়ার পুত্র সুহান (২২), আমির উদ্দিন এর পুত্র সামাদ (৬০), আব্দুর রহমানের পুত্র কামাল (২৮), ২ নং পুলের রফিক মিয়ার পুত্র সানি (২৮), টমটম চালক টুকন (৩০)। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

হবিগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সোমবার দুপুরে শহরের দুই নম্বর পুল এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের শায়েস্তানগর এলাকায় ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে ২ নং পুল এলাকার টমটম চালক টুকুন নামের শায়েস্তানগরের ৩ জনের বাকবিতন্ডা হয় যাত্রী উঠানো নিয়ে। বিষয়টি দুই এলাকার মানুষের মধ্যে জানাজানি হলে তাদের স্বজনসহ এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ একে অপরের উপর হামলা চালায়। তখন দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শায়েস্তানগর থেকে দুই নম্বর পুল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের উল্লেখিত সংখ্যক লোক আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/