কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের ডি-১৩ ব্লকে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম শফি আলম (২৮), পিতা এরশাদ হোসেন ও মাতা মরিয়ম বেগম। তাঁর রেজিস্ট্রেশন নম্বর এফসিএন-১৫৯৭২৪।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ মে রাতে আনুমানিক ১২টা থেকে ২টার মধ্যে শফি আলম অস্বস্তি অনুভব করলে মায়ের রুমে ঘুমাতে যান। পরদিন ভোরে মা তাকে মৃত অবস্থায় দেখতে পান এবং আশপাশের লোকজনকে খবর দেন।
খবর পেয়ে উখিয়া থানার এসআই সুমন কুমার দে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এতে মরদেহে বাহ্যিকভাবে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও গলায় দাগ রয়েছে বলে উল্লেখ করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, “মৃতের গলায় দাগ রয়েছে, তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা বিবেচনায় নেওয়া হলেও, বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।”
নিহতের পরিবার জানিয়েছে, শফি আলম দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং কোনো ধরনের আলামত উদ্ধার হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ক্যাম্প এলাকায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
https://slotbet.online/