কুড়িগ্রামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাস্তবায়নাধীন পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তিলাই ও পুনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার প্রকল্পের আওতায় ধরলা নদীর খনন কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বিআইডব্লিউটিএ। জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে আয়োজিত এই সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঠিকাদার ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাইদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) সমির পাল, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক প্রমুখ।
সভায় প্রকল্প পরিচালক সাইদুর রহমান আগত অংশগ্রহণকারীদের মতামত, অভিযোগ ও অনুযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলোর বাস্তবভিত্তিক ও কার্যকর সমাধানের আশ্বাস দেন।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “নদী খননের মাধ্যমে কুড়িগ্রামের সামগ্রিক উন্নয়ন ও শহর সম্প্রসারণের দিগন্ত উন্মোচিত হবে। সরকার যে মহৎ উদ্দেশ্য নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে, তা সফল করতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।” তিনি আরও জানান, নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম যেন সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হয়, সে বিষয়ে তিনি নজর রাখছেন।
সভায় অংশগ্রহণকারীরা নদী খননের মাধ্যমে কৃষি, পরিবেশ, যোগাযোগ ও অর্থনীতিতে সম্ভাব্য ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন এবং প্রকল্পের কার্যক্রমে স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন।
https://slotbet.online/