[ad_1]
কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর আওতায় একটি অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সমাজসেবা কার্যালয়ে আয়োজিত এ সেমিনারে বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহা. হুমায়ূন কবির, ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম গোলাম মোহাইমেন, সহকারী পরিচালক মো. কামরুল হাসান এবং সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা।
সভায় উপপরিচালক হুমায়ূন কবির জানান, “সারাদেশের ১৫০টি উপজেলায় একযোগে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। কুড়িগ্রামের সদর ও রাজারহাট উপজেলায় মোট ১০টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে করে প্রান্তিক জনগোষ্ঠী আত্মকর্মসংস্থানের মাধ্যমে জীবনমান উন্নয়ন করতে পারে।”
লোকজ যন্ত্র প্রস্তুতকারক সুমন চন্দ্র বলেন, “অর্থের অভাবে আমরা আমাদের পেশার আধুনিকায়ন করতে পারছি না। এই প্রকল্পের মাধ্যমে সহযোগিতা পেলে আমরা আরও দক্ষভাবে কাজ করে টিকে থাকতে পারব।”
সেমিনারে জানানো হয়, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১০টি সফট স্কিল ট্রেডে প্রশিক্ষণ, আর্থিক সহযোগিতা এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং প্রান্তিক মানুষের জন্য আত্মমর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা অর্জনের একটি নতুন পথ—এমনটাই আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com