[ad_1]
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার নতুনবাজার ও আরিচপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের পৃথক দুটি অভিযানে সাতজনকে আটক করা হয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, ১৩ গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন—জাহিদুল ইসলাম জাহিদ (৩০), মাসুদ রানা (৩২), রুবেল হোসেন (৩০), জামাল উদ্দিন (৩২), শরিফুল ইসলাম (৩৫), মো. শফিকুল ইসলাম (৪৫) এবং মো. কামাল হোসেন (৪২)। তারা গাজীপুর ও আশপাশের এলাকার বাসিন্দা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধভাবে ডাকাতির পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার সকালে তাদের আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com