খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ কেজি চালের বস্তার ভেতর থেকে ১৬ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালা বাস স্টেশনে এ অভিযান পরিচালনা করেন দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম (সফিক)। অভিযানে একটি চালের বস্তার মধ্যে লুকিয়ে রাখা ২৫০ গ্রাম ধারণক্ষমতার ৬৭টি ছোট বোতলে রাখা ১৬ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, চোলাই মদ কোথা থেকে আনা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত তা জানার জন্য তদন্ত চলছে। স্থানীয়দের মতে, এই ধরনের অবৈধ মাদক ব্যবসা বন্ধে আরও কঠোর অভিযান প্রয়োজন।
https://slotbet.online/