বগুড়ার আদমদীঘি উপজেলায় পুলিশের গাড়ির শব্দ শুনে চুরি করা দুটি গরু ফেলে রেখে পালিয়েছে চোরের দল। বুধবার (২১ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান নিয়মিত টহলের অংশ হিসেবে ওই রাতে ছাতিয়ানগ্রামে গেলে তার গাড়ির শব্দ শুনেই চোরেরা ভয় পেয়ে পালিয়ে যায়। পালানোর আগে চুরি করা দুটি গরু ফেলে রেখে যায় তারা।
স্থানীয় মৎস্য চাষি হাসিবুল ইসলাম শাকিল বলেন, “ওসি স্যার প্রায় প্রতিরাতেই এলাকায় টহল দেন। তার এমন টহলের কারণে চুরি-ডাকাতির মতো অপরাধ অনেকটাই কমে এসেছে। সেদিন রাতে পুকুরে খাবার দিতে যাওয়ার সময় ওসি স্যারের সঙ্গে দেখা হয়। কিছুক্ষণ পর তিনি হঠাৎপাড়ার লাল মিয়ার স্ত্রী মনোয়ারা বেগমের দুটি গরু উদ্ধার করেন।”
গরু ফিরে পেয়ে আনন্দিত মনোয়ারা বেগম বলেন, “আমরা ঘুমিয়ে পড়ার পর চোরের দল গোয়ালঘর থেকে দুটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। ছাতিয়ানগ্রাম-তিলকপুর সড়কে পৌঁছানোর পর ওসি স্যারের গাড়ির শব্দ শুনে চোরেরা গরু রেখে পালিয়ে যায়। এত দ্রুত গরু ফেরত পাওয়ায় আমরা থানা পুলিশের কাছে খুবই কৃতজ্ঞ।”
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিদিন রাতে বিভিন্ন এলাকায় আমি নিজে টহল দিই। সেই টহলের অংশ হিসেবেই ছাতিয়ানগ্রামে গিয়ে দুটি চোরাই গরু উদ্ধার করি। তবে চোরেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।”
তিনি আরও জানান, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।
https://slotbet.online/