মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে এস এম জহিরুল ইসলাম এবং সম্পাদক পদে মারুফ হায়দার নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান তালুকদার এবং যুগ্ম সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান আসাদ।
বুধবার (২১ মে) রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চারটি পদের জন্য অনুষ্ঠিত এ নির্বাচনে প্রতিটি পদে প্রার্থীরা স্বতন্ত্রভাবে বিজয়ী হন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, তাঁরা খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে কার্যকরভাবে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
https://slotbet.online/