সাতক্ষীরা পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নিতে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতী। বৃহস্পতিবার (২২ মে) সকালে পৌরসভায় উপস্থিত হয়ে তিনি এই সময়সীমা বেঁধে দেন।
চিশতী অভিযোগ করেন, ২০২৩ সালে তিনি মেয়র নির্বাচিত হলেও তৎকালীন সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বেআইনিভাবে তার পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের প্রস্তুতি নেয়। তিনি বলেন, “আমি আদালতের দ্বারস্থ হলে হাইকোর্ট স্থগিতাদেশ দেন। পরে দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের ১ জানুয়ারি হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুল নিষ্পত্তি করেন।”
তিনি আরও বলেন, “আমি এখনো আইনগতভাবে বৈধ মেয়র। অথচ সরকার প্রশাসক বসিয়ে রেখেছে। আমি সম্মান রেখে পৌর কর্তৃপক্ষকে উকিল নোটিশ পাঠিয়েছি। সাত দিনের মধ্যে দায়িত্ব বুঝিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো।”
চিশতী দাবি করেন, সরকার জনগণের রায়কে অবমূল্যায়ন করছে এবং নির্বাচিত জনপ্রতিনিধিকে অবৈধভাবে দায়িত্ব থেকে সরিয়ে রেখেছে।
এ বিষয়ে পৌরসভার কোনো কর্মকর্তা তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি।
https://slotbet.online/