আরো এক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে মির্জা ফখরুলকে

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আরও এক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে। শুক্রবার (২৩ মে) বাংলাদেশ সময় বেলা ১১টায় থাইল্যান্ডের ব্যাংককে রুটনিন আই হাসপাতালের চিকিৎসক বিএনপির মহাসচিবকে এই পরামর্শ দিয়েছেন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও এক সপ্তাহ পর সিদ্ধান্ত জানাবেন কত তারিখের মধ্যে মহাসচিব বিমানে যাত্রা করতে পারবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি জানিয়েছেন।

এর আগে, ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। গত ১৪ মে মির্জা ফখরুলের বাঁ চোখে সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বর্তমানে ফখরুল হাসপাতালটির কেবিনে আছেন।

গত শনিবার দুপুরে জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাঁ চোখে অপারেশন-পরবর্তী অবস্থা আলহামদুলিল্লাহ। এখন উনি সুস্থ আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায়; উনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন।

হাসপাতালের চিকিৎসকদের পরামর্শের কথা জানিয়ে তিনি বলেন, সেখানকার চিকিৎসকরা বলেছেন, দুই সপ্তাহ উনার ফ্লাই করা যাবে না। সে জন্য উনার দেশে ফিরতে দেরি হচ্ছে। যখনই চিকিৎসকরা বিমানে ফ্লাই করার অনুমতি দেবেন অর্থাৎ প্লেনে আসার মতো অবস্থা হবে, তখনই উনি ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে আসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/