টঙ্গীতে হামলার প্রতিবাদে মানববন্ধন – Bangla Affairs

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫


টঙ্গীর টিএন্ডটি বাজারে শুক্রবার কাউন্সিলর প্রার্থীর ছেলেদের ওপর সন্ত্রাসী হামলা এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সভা।

৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও কস্তুরী হোটেলের মালিক মোঃ দুলাল হোসেন-এর দুই ছেলে—আইইউবিএটির ছাত্রদল নেতা শহিদুল ইসলাম শান্ত এবং শফিকুল ইসলাম শফিক—সম্প্রতি একদল সন্ত্রাসীর হামলার শিকার হন। একইসাথে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানেও চালানো হয় ভাঙচুর ও লুটপাটের ঘটনা।

এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে টিএন্ডটি বাজার মালিক ও ব্যবসায়ী সমিতি এবং ৪৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি।

উক্ত কর্মসূচিতে অংশ নেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক পাপ্পু সরকার এবং বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি।

বক্তারা বলেন, এই ধরনের সহিংসতা শুধু আক্রান্ত ব্যক্তিদের নয়, পুরো ব্যবসায়ী সমাজ ও সাধারণ জনগণের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তব্যে আরও বলা হয়, সন্ত্রাস ও দমন-পীড়নের মাধ্যমে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দমন করার এই প্রবণতা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ভয়াবহ হুমকি। বক্তারা ব্যবসায়ী ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/