[ad_1]
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রধান প্রতিবেদক আবু সালেহ আকনের ওপর সন্ত্রাসী জাকির গংয়ের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রূপনগর প্রেসক্লাব। ২৩ মে, শুক্রবার রূপনগরে আয়োজিত এই মানববন্ধনে সাংবাদিক সমাজের একাত্মতা প্রকাশ পায় হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে।
রূপনগর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক আকন বরাবরই গরিব ও নির্যাতিত মানুষের পক্ষে সোচ্চার ছিলেন। সন্ত্রাসী চক্র জাকির গংয়ের নানা অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁকে টার্গেট করে হামলা চালানো হয়েছে।
বক্তারা আরও বলেন, “পরাজিত স্বৈরাচারের দোসররা এখনও সমাজে সক্রিয়। তারা সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে গণতন্ত্র ও মুক্ত মতপ্রকাশ দমন করতে চায়। এদের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে এসব ফ্যাসিবাদী শক্তি আরও মাথাচাড়া দিয়ে উঠবে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এসএম জহির, করাপশন অ্যান্ড ইনভেনশন সোসাইটির সভাপতি রেজাউল কবির রেজা, বাংলা অ্যাফেয়ার্স-এর মাল্টিমিডিয়া রিপোর্টার এস এম আর শহিদ, ভুইয়া কামরুল ইসলাম সোহাগ, এশিয়ান টেলিভিশনের আসাদুজ্জামান নূর, সবুজ বাংলাদেশের নাজমুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।
নয়া দিগন্ত, দৈনিক সংগ্রাম, ইনকিলাবসহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রায় ১৫০ জন সাংবাদিক কর্মসূচিতে অংশ নেন। বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সন্ত্রাস-দমন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com