সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৬ লাখ ৭৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকে রাত পর্যন্ত বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ আটটি বিওপি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপি এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে ভোমরা বিওপির টহল দল সাতক্ষীরা সদর উপজেলার ঘোষপাড়া এলাকা থেকে ২৪,৫০০ টাকার ভারতীয় শাড়ি, গাজীপুর বিওপি বোস্তামের ঘের থেকে ৩৫,০০০ টাকার ওষুধ, তলুইগাছা বিওপির দুটি পৃথক অভিযানে শালবাগান ও কেড়াগাছি এলাকা থেকে মোট ২,১০,০০০ টাকার ওষুধ, কালিয়ানী আমবাগান থেকে ৩৫,০০০ টাকার ওষুধ, কাকডাঙ্গা বিওপি গেড়াখালী ও কেড়াগাছি থেকে ২,৩৫,০০০ টাকার শাড়ি ও ওষুধ, ভাদিয়ালী এলাকা থেকে ৩৫,০০০ টাকার ওষুধ, রামেরডাঙ্গা থেকে ৭০,০০০ টাকার ওষুধ এবং চান্দুরিয়া থেকে ৩৫,০০০ টাকার শাড়ি জব্দ করা হয়।
বিজিবি জানায়, এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল। এসব চোরাচালানের কারণে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, দেশীয় শিল্প ও জাতীয় রাজস্ব সুরক্ষায় বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণ বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালানোর আহ্বান জানিয়েছে।
https://slotbet.online/