ইসলাম ধর্ম গ্রহণ করলেন জবি শিক্ষার্থী ধ্রুব

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের এক শিক্ষার্থী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার পূর্বের নাম ছিল এ আর ধ্রুব। ধর্মান্তরের পর তিনি ‘আব্দুর রহমান ধ্রুব’ নামে পরিচিত হচ্ছেন। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (২৩ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে আব্দুর রহমান ধ্রুব লেখেন, “অনেকদিন ধরেই আমি মানসিক বিষণ্নতায় ভুগছিলাম। সে সময় জীবনের প্রতি আশা হারিয়ে ফেললেও আল্লাহ আমাকে সবসময় রক্ষা করেছেন।”

তিনি আরও লেখেন, “আমি সবসময় জীবন ও সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে আগ্রহী ছিলাম। হিন্দু ধর্মের অনুসারী হিসেবে অসংখ্য দেবতায় বিশ্বাস করতাম, তবে শান্তি খুঁজে পাইনি। বারবার মনে হতো, আমি কিছু একটা উপেক্ষা করছি।”

পোস্টে তিনি উল্লেখ করেন, জীবনের এক পর্যায়ে তিনি সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়েই সন্দিহান হয়ে পড়েন। তবে বিভিন্ন ধর্ম সম্পর্কে গভীরভাবে পড়াশোনা করার পর তিনি উপলব্ধি করেন, ইসলামই একমাত্র সত্য ধর্ম।

ধর্মান্তরের সিদ্ধান্ত সম্পর্কে তিনি লেখেন, “আমি জানি, আমার এই সিদ্ধান্ত সবাই সহজভাবে নেবে না। তবে আমি চাই, অন্তত একবার কুরআন পড়ুন—তর্কের জন্য নয়, সত্য জানার জন্য।”

আব্দুর রহমান ধ্রুবর বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায়। ধর্মান্তরের প্রক্রিয়ায় তিনি গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা দায়রা জজ আদালতে হলফনামার মাধ্যমে ইসলাম গ্রহণের বিষয়টি আইনি ভাবে সম্পন্ন করেছেন।

তিনি জানান, এটি তার ব্যক্তিগত বিশ্বাস এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার মৌলিক অধিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/