[ad_1]
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে ‘নিষিদ্ধ’ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুলহাস উদ্দিন টিপু (৩২) এবং জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের নেতা মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী (২৬)।
তাদের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, “ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা উখিয়া থানায় দায়ের হওয়া মামলার আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।”
সম্প্রতি উখিয়া ও আশপাশের এলাকায় অপরাধ ও সহিংসতা রোধে ‘ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযান শুরু করে পুলিশ। এর আওতায় বিভিন্ন মামলার পলাতক ও তালিকাভুক্ত আসামিদের শনাক্ত করে অভিযান চালানো হচ্ছে।
উখিয়ায় চলমান অভিযানকে ঘিরে এলাকায় বাড়তি সতর্কতা দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com