গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার ঝুট (বর্জ্য কাপড়) সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে যৌথ বাহিনীর অভিযানে দুই বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে সেনাবাহিনী ও টঙ্গী পশ্চিম থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে টঙ্গী এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় চাপাতি, রামদা, ছুরি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র।
আটক ব্যক্তিরা হলেন—টঙ্গী পূর্ব থানার কাজীবাড়ী পুকুরপাড় এলাকার দিপু সরকার (৩৪) এবং পূর্ব কোনাপাড়া এলাকার জসিম উদ্দিন (৩৮)। উভয়েই বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে। এরা চলমান মামলার ২ ও ৯ নম্বর নামধারী আসামি।
প্রত্যক্ষদর্শীদের মতে, স্যাটার্ন টেক্সটাইল লিমিটেডের ঝুট সংগ্রহ নিয়ে কাজী হুমায়ুন এবং হালিম মোল্লার নেতৃত্বাধীন দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকাল থেকে এ দ্বন্দ্ব সহিংসতায় রূপ নেয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, এবং বিস্ফোরিত হয় একের পর এক ককটেল।
স্থানীয়দের ভাষ্য মতে, সেসময় পুরো এলাকা আতঙ্কের নগরীতে রূপ নেয়। সাধারণ পথচারীরাও নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “কাজী হুমায়ুন কবির বাদী হয়ে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। এরই প্রেক্ষিতে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
https://slotbet.online/