রাজবাড়ীতে অস্ত্রসহ ডাকাতচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫


রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার জামালপুর ইউনিয়নের সাওরাইল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ সংঘবদ্ধ ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ মে) ভোররাত ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চিহ্নিত ‘মজনু গ্রুপ’-এর সদস্য মো. মজিবুর রহমান, সাজেদা বেগম, আবু সায়েম, মো. সুলতান আলী মোল্লা এবং জসিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় মজিবুর রহমানের বাড়ি থেকে একটি ৯ মিমি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি, তিনটি ওয়ান শুটার গান, ব্যাটন, ছুরি, হকি স্টিক, মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, চেকবই, মদের বোতল, এটিএম কার্ড, লেজার পয়েন্টার এবং ড্রাইভিং লাইসেন্সসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়।

অস্ত্র-গোলাবারুদসহ পাসপোর্ট উদ্ধার
অস্ত্র-গোলাবারুদসহ পাসপোর্ট উদ্ধার

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পাংশা ও কালুখালী উপজেলায় ‘মজনু গ্রুপ’-এর ছত্রছায়ায় সংঘবদ্ধভাবে চাঁদাবাজি ও ডাকাতি চালিয়ে আসছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের এবং উদ্ধারকৃত সব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ অভিযানে স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/