[ad_1]
বাংলা একাডেমি সংস্কার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি প্রত্যাশিত না হওয়ায় হতাশ হতে হলো অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে। ফলস্বরূপ, এই সংবাদ সম্মেলন দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুর ২টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়েও মাত্র পাঁচজন সাংবাদিক উপস্থিত হন। এরপর আরও প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করা হয়। কিন্তু সাড়ে ৩টা পর্যন্ত আর কোনো সাংবাদিক না আসায় সংবাদ সম্মেলন স্থগিতের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
এর আগে, একই সংবাদ সম্মেলন গত বৃহস্পতিবার (২২ মে) দুপুর ২টায় হওয়ার কথা ছিল। কিন্তু “অনিবার্য” কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।
এ বিষয়ে মহাপরিচালক অধ্যাপক আজম বলেন, “সাংবাদিকদের অংশগ্রহণ প্রত্যাশামাফিক না হওয়ায় দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলন স্থগিত করতে হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারিত হলে, তা যথাযথভাবে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।”
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com