অধ্যাদেশ প্রত্যাহার না হলে কাজে ফিরবে না সচিবালয় কর্মচারীরা

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫


‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া পুরোপুরি প্রত্যাহার না করা হলে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা।

রোববার (২৫ মে) সকাল থেকে সচিবালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। কর্মসূচি চলাকালে পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, “এই অধ্যাদেশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে একটি নিপীড়নমূলক কাঠামো গড়ে তোলা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং বলতে চাই—এই অপপ্রয়াস রুখে দেবো ইনশাআল্লাহ।”

তিনি আরও জানান, “যতক্ষণ পর্যন্ত সংশোধিত অধ্যাদেশটি পুরোপুরি বাতিল না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সচিবালয়ে ৬ নম্বর ভবনের সামনে বাদামতলা চত্বরে অবস্থান করবো এবং কাজে ফিরে যাব না।”

উল্লেখ্য, গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তবে বিষয়টি পর্যালোচনার জন্য চারজন উপদেষ্টাকে দায়িত্বও দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, সাড়ে চার দশক আগের কিছু বিশেষ বিধান থেকে নেয়া ‘নিবর্তনমূলক ধারা’ এই খসড়ায় যুক্ত করা হয়েছে। এসব ধারার মাধ্যমে যেকোনো সরকারি কর্মকর্তাকে সহজেই শাস্তি দেওয়া বা চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসলেও সচিবালয়ে কর্মবিরতির কারণে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। আন্দোলনরত কর্মচারীরা জানিয়েছেন, দাবিপূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/