[ad_1]
আসন্ন পবিত্র ঈদ উল আযহায় গণমাধ্যমকর্মীদের জন্য কমপক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করে সরকারি গেজেট প্রকাশের দাবি জানিয়েছে ‘জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ’।
রোববার (২৫ মে ২০২৫) সংগঠনের পক্ষ থেকে সদস্য সচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টার তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমের কাছে হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এবছর ঈদ উল আযহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু গণমাধ্যমকর্মীদের ছুটি বরাবরই উপেক্ষিত থেকে যাচ্ছে। সাংবাদিকদের জন্য কমপক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা একান্ত প্রয়োজন, তা না হলে সাংবাদিক সমাজে চরম অসন্তোষ সৃষ্টি হবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, স্বাধীনতার পর থেকে সাংবাদিকরা বিভিন্ন প্রকার বৈষম্যের শিকার হয়ে আসছেন। তারা দুই ঈদে কিছুদিন ছুটি পেলেও দুর্গাপূজা, বড়দিন, বৌদ্ধপূর্ণিমা কিংবা অন্যান্য জাতীয় দিবস ও ধর্মীয় ছুটিতে ছুটি পান না। এমনকি ছুটির দিনেও তাদের কাজ করতে বাধ্য করা হয়, কিন্তু এর কোনো বাড়তি পারিশ্রমিক দেওয়া হয় না।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, দেশে সাংবাদিকদের জন্য ছুটি সংক্রান্ত কোনো নির্দিষ্ট সরকারি নীতিমালা না থাকায় বিভিন্ন গণমাধ্যম মালিকদের সংগঠন নিজেরা সিদ্ধান্ত নেয় এবং ইচ্ছেমতো ছুটি ঘোষণা করে। সংবাদপত্রে বছরে গড়ে ৬–৭ দিনের বেশি ছুটি না থাকলেও ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে ছুটি পালনের কোনো স্পষ্ট নীতিমালা নেই।
স্মারকলিপিতে আরও বলা হয়, ২০২০ সালে ঈদ উল ফিতরে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ছিল, ২০২৪ সালে ৫ দিন এবং চলতি বছর কেবল ৩ দিন ছুটি দেওয়া হয়েছে। অথচ সরকারি ছুটির দিনগুলোতে সাংবাদিকদেরও ছুটি পাওয়া উচিত।
সবশেষে, ঈদ উল আযহায় কমপক্ষে ৫ দিনের ছুটি ঘোষণা এবং ছুটির দিনে কাজ করালে দ্বিগুণ মজুরি দেওয়ার বিষয়টি গেজেট আকারে প্রকাশের আহ্বান জানানো হয়। একইসঙ্গে সব ধরনের সরকারি ছুটির দিনগুলোতেও সাংবাদিকদের ছুটি নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com