একদিনে মিলবে নামজারি – Bangla Affairs

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫


নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে নামজারির আবেদন। কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। এ সব সুযোগ-সুবিধা নিয়ে কক্সবাজারের টেকনাফে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ উদ্বোধন হয়েছে।

রবিবার সকালে ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই ‘ভূমি মেলা’ উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। উপজেলা ভূমি ভবন প্রাঙ্গণে আয়োজিত এই মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এতে বক্তব্য দেন, ইউএনও শেখ এহসান উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান, স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় রুদ্র, ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।

মেলায় বক্তৃতায় ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, ‘ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল সেবা চালু করা হয়েছে। নিজেরাইও ভূমি অফিসে না এসে অনলাইনে সেবা নিতে পারবেন। এছাড়া প্রতি বুধবার নিয়মিত শুনানির ব্যবস্থা করা হবে, যাতে ভূমি সংক্রান্ত সকল সমস্যা সমাধান করা হয়।;

ওসি গিয়াস উদ্দিন বলেন, দালালের মাধ্যমে নয়, সরাসরি ভূমি অফিসে এসে সেবা নেওয়ার আহ্বান জানান। কারো জমি দখল হলে থানায় আসবেন, নিজের হাতে আইন তুলে নিবেন না। থানা সবসময় আপনাদের জন্য খোলা।”

ভূমি সেবার ডিজিটাল রূপান্তর এবং সরাসরি সমস্যা সমাধানের প্রতিশ্রæতি নিয়ে এ ভূমি মেলা স্থানীয়দের মাঝে আগ্রহ দেখা দিয়েছে উল্লেখ করে সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান বলেন, মিসকেস ও করনিক ভুল দ্রুত সমাধানে এই মেলার আয়োজন করা হয়েছে। যেকোনো ভূমি সেবার জন্য ১৬১২২ হেল্পলাইন নম্বরে ফোন দেওয়ার অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রবিউল হোসাইন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইউনুছ, পল্লী উন্নয়ন কর্মকর্তা চন্ময় বড়ুয়া মানষ, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আব্দুল করিম, ভূমি অফিসের কর্মকর্তাসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/