[ad_1]
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের বিরুদ্ধে রোববার (২৫ মে) সকাল থেকে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনের কারণে কার্যত অচল হয়ে পড়েছে রাজস্ব আদায়ের এই প্রধান প্রতিষ্ঠান।
সকাল ৯টা থেকেই এনবিআরের অধিকাংশ কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব ভবনের নিচতলায় অবস্থান নেন। বন্ধ করে দেওয়া হয় ভবনের প্রধান দুই প্রবেশ ফটক। এতে বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
চলমান আন্দোলন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে পরিচালিত হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, সরকার ১২ মে যে অধ্যাদেশ জারি করেছে, তাতে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠন করা হয়েছে। এরই প্রতিবাদে চলমান কর্মসূচি থেকে কলমবিরতি শেষে এখন পুরোপুরি কর্মবিরতিতে গেছেন তারা।
আন্দোলনকারীদের ভাষ্য, নতুন কাঠামোতে প্রশাসন ক্যাডারকে অগ্রাধিকার দিয়ে কর কর্মকর্তাদের প্রান্তিক করে দেওয়া হয়েছে। এতে রাজস্ব ব্যবস্থার দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে তাদের আশঙ্কা।
শনিবার আন্দোলনের সময় রাজস্ব ভবনের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকেলে সংবাদ সম্মেলন করতে চাইলে তাদের ভবনের বাইরে আয়োজন করতে বলা হয়। পরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এদিপ বিল্লাহ, উপ-কর কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার মো. ইশতিয়াক হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন।
তাদের ঘোষণা অনুযায়ী, রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাস্টম হাউস ও এলসি স্টেশন বাদে সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করা হচ্ছে। তবে সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।
ঐক্য পরিষদের চার দফা দাবি হলো:
নতুন অধ্যাদেশ বাতিল
এনবিআর চেয়ারম্যানকে অপসারণ
রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ
অংশীজনের মতামতের ভিত্তিতে টেকসই ও উপযুক্ত রাজস্ব সংস্কার নিশ্চিত করা
সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনীয় সংশোধন না হওয়া পর্যন্ত বিদ্যমান কাঠামোতেই এনবিআরের কার্যক্রম চলবে। তবে আন্দোলনকারীদের মতে, বিজ্ঞপ্তিতে তাদের মূল দাবিগুলোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো আশ্বাস দেওয়া হয়নি, ফলে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।
এক কর্মকর্তা জানান, শনিবার সরকারের পক্ষ থেকে আশার আলো দেখানো হতে পারে বলে ধারণা ছিল, কিন্তু কোনো ঘোষণা না আসায় কর্মকর্তাদের মধ্যে হতাশা বেড়েছে।
আন্দোলনকারীরা স্পষ্ট করে বলেছেন, সরকার যদি তাদের চার দফা দাবির বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দেয়, তাহলে তারা অবিলম্বে কর্মস্থলে ফিরে যাবেন। অন্যথায় আন্দোলন চলবে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com