পর্তুগালে বাংলাদেশি ফেসবুক গ্রুপে অপপ্রচারে মামলা

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫


পর্তুগালে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বাংলাদেশি কমিউনিটিসহ পর্তুগালে বসবাসরত বিভিন্ন সাংবাদিকের বিরুদ্ধে সম্মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট ছড়িয়ে আসছে। সম্প্রতি এ চক্রটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পরিচিত মুখ ও সমাজকর্মীদের টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে।

সবশেষ ২১ মে ২০২৫ তারিখে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল আহম্মেদকে জড়িয়ে একটি ভিত্তিহীন ও মানহানিকর পোস্ট করা হয়। পরবর্তীতে সেটি বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে দেয় একটি কুচক্রী মহল।

এসব মানহানিকর পোস্ট, অবৈধ কাজের বিজ্ঞাপন, বাংলাদেশ থেকে জাল লাইসেন্স সংগ্রহ করে তা প্রচার এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে রাসেল আহম্মেদ গত ২৩ মে (শুক্রবার) পর্তুগালের ১০টির বেশি ফেসবুক গ্রুপ এবং দুইজন বাংলাদেশি অ্যাডমিনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময়ে এই গ্রুপগুলোতে পর্তুগালে বসবাসরত বাংলাদেশি সমাজ ও সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাসেল আহম্মেদ জানান, “সম্প্রতি কিছু কুচক্রী মহল বাংলাদেশি কমিউনিটির সম্মানিত ব্যক্তিদের নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে আসছে। আমি আমার আইনজীবীর পরামর্শ নিয়ে ২৩ মে সন্ধ্যায় একাধিক ফেসবুক গ্রুপ অ্যাডমিনদের বিরুদ্ধে মামলা দায়ের করি। আইনি পদক্ষেপের মাধ্যমে তাদের জবাবদিহিতার আওতায় আনাই এর উদ্দেশ্য।”

এ বিষয়ে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি রনি মোহাম্মদ বলেন, “শুধু সম্মানিত ব্যক্তিবর্গ নয়, বরং এই গ্রুপগুলোতে অবৈধ ব্যবসা, জাল ড্রাইভিং লাইসেন্সের বিজ্ঞাপন এবং নানা ধরনের অপকর্মমূলক পোস্ট ছড়ানো হচ্ছে। এসবের ফলে অনেক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সমস্যায় পড়ছেন। আমরা পর্তুগালের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এই চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করব। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের উচিত এসব ব্যক্তিকে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা।”

মামলার আইনজীবী অ্যাডভোকেট মিগেল তাভারেস কারবালো জানান, “এই মামলা করা হয়েছে মানহানিমূলক অপপ্রচারের বিরুদ্ধে। সংশ্লিষ্ট ফেসবুক গ্রুপগুলোর অ্যাডমিনদের সনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য পর্তুগাল পুলিশের কাছে মামলাটি দাখিল করা হয়েছে। মামলার নম্বর ২০১৫৪৫/২০২৫।”

তার সহকারী শাহ মোহাম্মদ তানভীর বলেন, “ইতোমধ্যে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অনেক বাংলাদেশি পর্তুগালে কারাবন্দি। শুধু তাই নয়, বিভিন্ন জালিয়াতিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পর্তুগালের আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করেছে। এটি আমাদের কমিউনিটির জন্য লজ্জাজনক। আমাদের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় না দিয়ে তাদের নাম আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/