প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এক ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। রোববার, ২৫ মে বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি বিকেল ৫টার দিকে যমুনায় প্রবেশ করেন এবং সাড়ে ৫টার দিকে বেরিয়ে যান।

বৈঠকটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সূত্রগুলোর ধারণা, বৈঠকে অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক কাঠামো ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আলোচনা হতে পারে।

এদিন একই স্থানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এই সংলাপ দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় প্রগতিশীল, গণতান্ত্রিক ও বাম রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বিকেলের ওই বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান ভূঁইয়া (মঞ্জু), সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাবেক আহ্বায়ক খালেকুজ্জামান ভূঁইয়া, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এবং জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

রাত ৭টায় শুরু হওয়ার কথা দ্বিতীয় দফার বৈঠক, যেখানে অংশ নেবেন ইসলামি দল ও ধর্মীয় নেতৃত্বের প্রতিনিধিরা। এই দফায় সংলাপে অংশ নিচ্ছেন ইসলামী বক্তা সাদিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক, খেলাফত মজলিসের আরেক মহাসচিব আহমদ আবদুল কাদের, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার এবং ইসলামী ঐক্যজোটের মহাসচিব সাখাওয়াত হোসাইন রাজী।

এর আগে শনিবার (২৪ মে) সন্ধ্যায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিরাও বৈঠক করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব ধারাবাহিক বৈঠক আগামী নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের কাঠামো, দায়িত্ব ও রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে বিভিন্ন রাজনৈতিক মত ও দাবির সমন্বয়ের একটি চেষ্টা দেখা যাচ্ছে, যা জাতীয় ঐকমত্য গঠনের প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/