প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতীয় আধিপত্যবাদকে দেশের বড় সংকট হিসেবে উল্লেখ করেছেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
রোববার (২৫ মে) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহমুদুর রহমান মান্না বলেন, “প্রধান উপদেষ্টা বৈঠকের শুরুতেই বলেন, দেশ এখন গভীর সংকটে। তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদ এই পরিবর্তনকে মেনে নিতে চায় না, বরং একদিনে ধ্বংস করতে পারলে তাই-ই করত। তারা যা যা করা দরকার, সব করছে।”
তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টাকে রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। নেতারা চান, তিনি নির্বাচন নিয়ে তাঁর অবস্থান ও রূপরেখা স্পষ্টভাবে প্রকাশ করুন।
প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সংস্কার অল্প হলে ডিসেম্বরেই নির্বাচন হবে, আর বড় ধরনের সংস্কার হলে নির্বাচন অনুষ্ঠিত হবে জুনে। তিনি এমনকি পদত্যাগপত্র লিখে দেওয়ার প্রস্তাবও দেন এই নিশ্চয়তা দিতে যে নির্বাচন জুনের পর কোনোভাবেই যাবে না।
মান্না বলেন, “জাতীয় ইস্যুতে রাজনৈতিক ঐক্য দুর্বল হচ্ছে—এ নিয়ে প্রধান উপদেষ্টা উদ্বিগ্ন ও হতাশ। আমরা তাঁকে আশ্বস্ত করেছি যে জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব, এতে তিনিও কিছুটা আশ্বস্ত হয়েছেন।”
এ সময় মান্না আরও জানান, উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক বৈঠকে হতাশ হয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন। তিনি পদত্যাগপত্র লিখলেও তা পাঠাতে দেওয়া হয়নি। উপদেষ্টারা তাঁকে ধরে রেখেছেন বলে বৈঠকে উল্লেখ করেন তিনি।
https://slotbet.online/