শিল্প খাত ধ্বংসের মুখে পড়ে থাকলে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
রোববার (২৫ মে) গুলশান ক্লাবে দেশের সাতটি শিল্প ও ব্যবসায়ী সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “১৯৭১ সালে যেমন বুদ্ধিজীবীদের খুঁজে খুঁজে হত্যা করা হয়েছিল, ২০২৫ সালে তেমনি শিল্প ও শিল্পোদ্যোক্তাদের ধ্বংস করা হচ্ছে। আমরা এটিকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখি।”
তিনি অভিযোগ করেন, নানা সংকট ও চাপে দেশের শিল্পকারখানাগুলো কার্যত “গলা টিপে মেরে ফেলা হচ্ছে”। বিশেষ করে গ্যাস-সংকট পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে। “চলতি মূলধনের ঘাটতি এতটাই বেড়েছে যে, সামনে ঈদে বেতন-ভাতা পরিশোধ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে,” বলেন শওকত আজিজ রাসেল।
যৌথ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিসিআই, আইসিসিবি এবং বিপিজিএমইএ-এর শীর্ষ নেতারা।
বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, “ব্যাংক ঋণের সুদের হার বেড়েছে, অথচ গ্যাস-সংকটে অধিকাংশ কারখানা ৬০ শতাংশের বেশি উৎপাদন করতে পারছে না। এমন অবস্থায় তিন মাস সুদ না দিলেই ঋণখেলাপি বানানো হচ্ছে। অন্যদিকে, সরকার নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধের চাপ দিচ্ছে।”
শিল্প উদ্যোক্তারা বলেন, সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ না নিলে দেশের অর্থনীতি এবং কর্মসংস্থান দুটোই বড় হুমকির মুখে পড়বে।
https://slotbet.online/