সাতক্ষীরায় বাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫


সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে বাস-ইজিবাইক সংঘর্ষে মোস্তাকিম (১৮ মাস) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

আহতরা হলেন—খুলনার পাইকগাছার আব্দুল আজিজের স্ত্রী ফতেমা খাতুন (২৫), নিহত শিশুর মা শাপলা খাতুন (২০), নানী নাজমা খাতুন (৪৫), হযরত আলী (৪৫) এবং সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের রাশেদ আলী। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত শিশু মোস্তাকিম তার মা ও নানীর সঙ্গে ইজিবাইকযোগে পাইকগাছার শ্রীকণ্ঠপুর গ্রাম থেকে সাতক্ষীরায় চিকিৎসা করাতে আসছিল। পথে দহাকুলা মোড়ে পৌঁছালে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের ইজিবাইকটির সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় শিশু মোস্তাকিম মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/