[ad_1]
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক খাদিজা আক্তার ক্লাস নেয়ার সময় সিলিং ফ্যান খুলে পড়ে আহত হয়েছেন। শনিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। আহত শিক্ষিকাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্লাস চলাকালে খাদিজা আক্তার লেকচার দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে শ্রেণিকক্ষের সিলিং ফ্যানটি খুলে তার দিকে পড়ে। তিনি সরে যাওয়ার চেষ্টা করলেও ফ্যানের পাখার এক অংশ তার মাথায় লাগে, ফলে তিনি আঘাত পান।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ তৈরি হয়।
আহত খাদিজা আক্তার বলেন, “আমি প্রেজেন্টেশন নিচ্ছিলাম, ঠিক তখনই ফ্যানটি পড়ে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা সবসময় ঘটে না। আমি চাই, এমন ঘটনা যেন আর না ঘটে। সবচেয়ে বড় কথা, ফ্যানটি শিক্ষার্থীর ওপর পড়েনি—এটাই আল্লাহর রহমত। ফ্যানটি আমার মাথার মাঝ বরাবর না পড়ে পাশে লেগেছে বলেই বড় দুর্ঘটনা এড়ানো গেছে।”
শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, “মাথা, কান ও মুখে ফোলা আছে। ডাক্তার ব্যথানাশক দিয়েছেন। দ্রুত সুস্থ না হলে সিট স্ক্যান করার কথা বলেছেন। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠব।”
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার জানান, “শিক্ষিকার আঘাতপ্রাপ্ত স্থানে ফোলা রয়েছে। তবে বড় কোনো জখম হয়নি। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মো. মুরশিদ আবেদীন বলেন, “আমি বিষয়টি জেনেছি। দ্রুত সব শ্রেণিকক্ষ পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com