[ad_1]
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রস্তাবিত অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সংগঠনটি জানিয়েছে, সোমবার (২৬ মে) থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা বাদে কর, শুল্ক ও ভ্যাট বিভাগের সব দপ্তরে এই কর্মবিরতি কার্যকর হবে। ফলে ওষুধ ও জীবন রক্ষাকারী পণ্য ছাড়া সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে।
রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ঐক্য পরিষদের নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন উপকমিশনার আব্দুল কাইয়ুম ও মিজ রইসুন নেসা।
সংগঠনটি জানায়, গত ১৩ দিন ধরে এনবিআর বিলুপ্তির প্রস্তাবিত অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে আন্দোলন চলছে। এরই অংশ হিসেবে সোমবার থেকে শুরু হচ্ছে নতুন কর্মসূচি। এর আওতায় কাস্টমস হাউস, এলসি স্টেশন এবং রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে। শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রীসেবা বহাল থাকবে।
রোববার দেখা যায়, এনবিআরের ভবনের ভেতরে ও বাইরে আন্দোলনকারী কর্মকর্তারা অলস সময় পার করছেন। কেউ বাইরে দাঁড়িয়ে, কেউ পত্রিকা বিছিয়ে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এসময় এনবিআর ভবনের আশপাশে ছিল বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই উপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেছে ঐক্য পরিষদ। তাদের অভিযোগ, সরকার শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিয়ে দমন-পীড়নের কৌশল নিচ্ছে।
চার দফা দাবি:
এনবিআর বিলুপ্তির প্রস্তাবিত অধ্যাদেশ বাতিল করতে হবে।
বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে।
রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশ করতে হবে।
এনবিআরের প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ সব অংশীজন—ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে পর্যালোচনা করতে হবে এবং একটি টেকসই ও অংশগ্রহণমূলক রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে হবে।
এই পরিস্থিতিতে দেশের বাণিজ্য প্রবাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com