কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রবিবার (২৫ মে) সকাল ১১টায় হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। “দ্রোহ, প্রেম, ধর্মীয় অনুপ্রেরণা ও সাম্যের কবি” নজরুলের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল-সোহান।
আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, সাবেক অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, ইসলাম আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মুফতি কারিমুল্লাহ, সেচ্ছাসেবক দলের নেতা আল আমীন ভূইয়া প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লিমন বোস, উপজেলা প্রকৌশলী গালিব মোর্শেদ, জুলাই আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা নজরুলের সাহিত্য ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং তার বিদ্রোহী চেতনা থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান।
https://slotbet.online/