হ্যান্ডকাফসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

Reporter Name / ৪০ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫


লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয় জনতা। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরঠিকা গ্রামে এ ঘটনা ঘটে।

আশরাফ উদ্দিন রাজন রাজু কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে চরঠিকা এলাকায় একটি মাদকবিরোধী অভিযানে গেলে কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস আওয়ামী লীগ নেতা রাজুকে গ্রেপ্তার করেন। তাকে হাতকড়া পরানোর পরপরই শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে রাজুকে ছিনিয়ে নেয় এবং ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে।

পরবর্তীতে রাজু হ্যান্ডকাফসহ ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তোহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, জেএসডির যুব পরিষদের এক নেতা এবং রাজুর আত্মীয় খোকন পরবর্তীতে রাজুর হাত থেকে হ্যান্ডকাফটি সংগ্রহ করে থানায় জমা দেন।

ওসি তোহিদুল ইসলাম বলেন, “আশরাফ উদ্দিন রাজন রাজু ‘ডেভিল হান্ট’ মামলার আসামি। পুলিশের অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হলে স্থানীয় জনতা বাধা দেয় এবং তাকে ছিনিয়ে নেয়।”

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কমলনগর-রামগতি সার্কেল) মোহাম্মদ রকিবুল হাসান পিপিএম জানান, “ঘটনার পরপরই রাজুকে ধরতে অভিযান শুরু হয়েছে। স্থানীয়দের সহায়তায় হ্যান্ডকাফটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কারা জমা দিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।”

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/