[ad_1]
কক্সবাজারের উখিয়া উপজেলায় ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় সৈয়দুল হক (পিতা: আহম্মদ হোসেন, মাতা: তাজ মেহের) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায়টি ঘোষণা করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর বিচারক জনাব নিশাত সুলতান। সোমবার (২৬ মে ২০২৫) এই রায় ঘোষণা করা হয়। রায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ)/৩৮ ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রেজাউল করিম রেজা মামলার রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালে দায়ের হওয়া এসটি ৬৬৮/২৩ নম্বর মামলায় উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিম পাড়া এলাকার বাসিন্দা সৈয়দুল হকের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনী ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।
মাদকবিরোধী অভিযানে এ রায়কে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com