শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আজ সোমবার (২৬ মে) সকাল ১১টায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর আদালতে হাজির হন চিত্রনায়িকা পরীমনি। এদিন বিকেলে মামলার আসামিপক্ষের আইনজীবীরা পরীমনির জেরা করার জন্য সময় ধার্য করেন। যদিও সেই সময়ও পরীমনিকে পাওয়া যায়নি।
কিন্তু সারাদিন গরমের কারণে অসুস্থ বোধ করলে পরীমনি আদালত ছাড়েন। ফলে তার জেরা সম্পন্ন করা সম্ভব হয়নি। বিচারক পরে জেরার নতুন দিন ধার্য করেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতে উপস্থিতির সময় পরীমনি সঙ্গে থাকা এক ব্যক্তির সঙ্গে আলাপচারিতায় ছিলেন। তিনি ওই ব্যক্তিকে ইঙ্গিত করে বলেন, “কার হাত ধরে আদালতে এলেন পরীমনি।”
এর আগে, ২০২২ সালের ২৯ নভেম্বর পরীমনি তার স্বামী রাজকে নিয়ে আদালতে উপস্থিত হন। তখন আসামি অমি ও শহীদুল হাজিরা দেন। পরীমনির অসুস্থতার কারণে নাসির উদ্দিন সময়ের আবেদন করলে সাক্ষ্যগ্রহণ শুরু হয় এবং পরীমনির আংশিক জবানবন্দি রেকর্ড করা হয়।
গত বছর ১৯ এপ্রিল আসামিদের পক্ষে দায়মুক্তির আবেদন করেন তাদের আইনজীবী, যা বাদীপক্ষের বিরোধিতার মুখে বাতিল হয়। এরপর ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
২০১৯ সালের ১৪ জুন পরীমনি নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নামে সাভার থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা কামাল হোসেন। এরপর ২০২১ সালের ১৩ ডিসেম্বর আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ৮ জুন রাতে ঢাকার বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে পরীমনি ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। পরে ১৪ জুন নাসির, অমি ও চার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
https://slotbet.online/