পর্তুগালে বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীদের মধ্যে ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে গঠিত হলো “গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগাল”।
গতকাল (২৫ মে) পর্তুগালের রাজধানী লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন লায়ন আবুল হাসনাত এবং সঞ্চালনায় ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি শহীদ আহমদ প্রিন্স।
অনুষ্ঠানের শুরুতে বায়তুল মোকাররম জামে মসজিদের ছানী ইমাম ও খতিব মাওলানা কায়েস আহমদ আবদুল্লাহ কোরআন তেলাওয়াত করেন। এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুম আহমদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব। বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব ও পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ট্রেজারার রফিকুল হায়দার, কেন্দ্রীয় দায়িত্বশীল আব্দুস সোবাহান, বায়তুল মোকাররম জামে মসজিদের প্রধান ইমাম অধ্যাপক মুফতি মাওলানা আবু সাঈদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, তরুণ উদ্যোক্তা রনি হোসাইন এবং অ্যাডভোকেট নুরুল আবেদীন।
সভার সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে লায়ন আবুল হাসনাত এবং সাধারণ সম্পাদক হিসেবে মাসুম আহমদকে নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি: মুকিতুর রহমান চৌধুরী সেলিম (হবিগঞ্জ)
সহ-সভাপতি: শহীদুর রহমান শহীদ (সিলেট), অ্যাড. এনামুল ইসলাম (হবিগঞ্জ), শিপলু আহমদ (হবিগঞ্জ), দবির আহমদ (সুনামগঞ্জ), কাশেম বিন শহীদ (মৌলভীবাজার)
সহ-সাধারণ সম্পাদক: ইকবাল হোসেন কাঞ্চন (হবিগঞ্জ), ইসমাইল আহমদ নাহিদ (সিলেট)
সাংগঠনিক সম্পাদক: দেলোয়ার হোসেন চৌধুরী (মৌলভীবাজার), মারুফ আহমদ (সিলেট), নুরুল হুদা নাহাজ (হবিগঞ্জ), সাব্বির আহমদ (সুনামগঞ্জ), শাহীন আহমদ রিপন (সিলেট), মোহাম্মদ আলী হোসেন (সিলেট)
দপ্তর সম্পাদক: রবিউল ইসলাম (মৌলভীবাজার)
সহ-দপ্তর সম্পাদক: আশরাফ হোসাইন (সিলেট)
কোষাধ্যক্ষ: মোহাম্মদ নুরুজ্জামান সেলিম (মৌলভীবাজার)
ক্রীড়া সম্পাদক: ইমতিয়াজ ইমতি (হবিগঞ্জ)
কমিটি তাদের কার্যক্রমের মাধ্যমে প্রবাসে সিলেটিদের ঐতিহ্য, সাংস্কৃতিক পরিচিতি ও একতাবদ্ধতা রক্ষায় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
https://slotbet.online/