টঙ্গীতে প্রতিবন্ধী তরুণী খুনের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

Reporter Name / ৫৬ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫


গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গাজীবাড়ী পুকুরপাড় এলাকায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণী রাবেয়া সাবরিন লিখনকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার সঙ্গে জড়িত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার নিন্দারাবাদ এলাকার সাইফুল ইসলাম ওরফে উজ্জল (২৮) এবং তার স্ত্রী সাদিয়া আক্তার (১৯)। তারা নিহত লিখনের পাশের ঘরে ভাড়া থাকতেন।

পিবিআই জানিয়েছে, গার্মেন্ট কর্মী সাইফুল ইসলাম অনলাইন আইপিএল জুয়ার নেশায় দিন দিন দেনায় জর্জরিত হয়ে পড়েন। বাড়িভাড়াও পরিশোধে অক্ষম হয়ে পড়েন তিনি। এ নিয়ে স্ত্রী সাদিয়ার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। এ অবস্থায় প্রতিবেশী রাবেয়া সাবরিন লিখনের বেতন পাওয়ার খবর পেয়ে তার টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন সাইফুল।

তদন্তে উঠে আসে, ১৯ মে ভোরে সাইফুল গোপনে লিখনের ঘরে ঢুকে মুখ চেপে ধরে তাকে বিছানায় উপুড় করে শুইয়ে দেন। এরপর মুখ ও হাত বেঁধে তার ওপর চেপে বসেন। এ সময় স্ত্রী সাদিয়া তার পা বেঁধে দেন। তরুণীটি নিস্তেজ হয়ে পড়লে সাদিয়া রুম থেকে বেরিয়ে যান। সাইফুল তখন লিখনের ব্যাগ থেকে ১,২৫০ টাকা, একটি মোবাইল ফোনের খালি বক্স এবং ২ কেজি চাল চুরি করে নিয়ে যান। যাওয়ার সময় ঘরের দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেন এবং সরাসরি অফিসে চলে যান।

পরে তদন্তে নামে পিবিআই এবং গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী দুজনেই আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, নিহত রাবেয়া সাবরিন লিখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ‘শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট’-এর মৈত্রিশিল্পে কম্পিউটার অপারেটর পদে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে এমন নির্মম হত্যাকাণ্ড স্বজন ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/