[ad_1]
বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মো. খালিদ হোসেনের নেতৃত্বে রায়পুরা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির একটি প্রতিনিধি দল সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেন নরসিংদীর রায়পুরা উপজেলার দুই কৃতি সন্তান— অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান, সিনিয়র সচিব মো. ওয়াহিদ হোসেনের সঙ্গে।
রবিবার (২৫ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল হক রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক সালেক আহমেদ পলাশ ও দপ্তর সম্পাদক খন্দকার শাহ নেওয়াজ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ রায়পুরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের বিষয়ে আলোচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—মেঘনা নদীর উপর সেতু নির্মাণ, চর এলাকায় থানা স্থাপন, শ্রীরামপুর রেলগেট থেকে ভৈরব পর্যন্ত এবং আরশিনগর থেকে বাসাইল হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে সড়ক নির্মাণ, এবং সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারি করণের প্রস্তাবনা।
দুই কৃতি ব্যক্তিত্ব এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি, রায়পুরা প্রেস ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রমে উৎসাহ প্রদান করেন এবং ক্লাবের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুর রহমান খোকন, এবং রায়পুরা প্রেস ক্লাবের নির্বাহী উপদেষ্টা ও দৈনিক মানবজমিন ও বাংলা অ্যাফেয়ার্সের জেলা প্রতিনিধি বশির আহম্মদ মোল্লা।
বাংলাদেশ সচিবালয় একটি সংরক্ষিত এলাকা হওয়ায় সীমিত সংখ্যক ব্যক্তির প্রবেশাধিকার থাকায় প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজন প্রতিনিধি সাক্ষাৎ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com