মঙ্গলবার থেকে ২৫ ক্যাডারের কলম বিরতি

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫


বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে প্রশাসন ক্যাডারের বৈষম্যমূলক আচরণ, সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এবং সমতা প্রতিষ্ঠার দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তারা কলম বিরতি কর্মসূচি পালন করবেন।

‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ ও ২৮ মে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। তবে হাসপাতালের জরুরি বিভাগসহ অত্যাবশ্যকীয় সেবা এই কর্মসূচির আওতার বাইরে থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে ২৫টি ক্যাডারের অন্তত ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও চলমান। যদিও সরকারের পক্ষ থেকে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল, তা বাস্তবে কার্যকর হয়নি।

অন্যদিকে, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, যা পরিষদের মতে গুরুতর বৈষম্যের প্রমাণ।

পরিষদের অভিযোগ, স্বাস্থ্য, শিক্ষা, পরিবার পরিকল্পনা, পরিসংখ্যান, ডাক, কাস্টমস ও ট্যাক্স ক্যাডারসহ বিভিন্ন ক্যাডারে ইচ্ছাকৃতভাবে জটিলতা তৈরি করা হচ্ছে, যা একটি নির্দিষ্ট ক্যাডারগোষ্ঠীর স্বার্থরক্ষার কৌশল।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশন ‘ডিএস পুল’ এ প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা এবং বাকি ৫০% পরীক্ষার মাধ্যমে অন্য ২৫টি ক্যাডার থেকে নিয়োগের সুপারিশ করেছে, যা পরিষদের সঙ্গে পূর্ব আলোচনার বাইরে গৃহীত।

এই অবস্থার প্রতিবাদে এবং সকল ক্যাডারের জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিতের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে পরিষদ। এরই অংশ হিসেবে গত ২০ মে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে ২ মার্চ পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৪ ও ২৬ ডিসেম্বর ঘণ্টাব্যাপী কলম বিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পরিষদ জানিয়েছে, এই কর্মসূচির উদ্দেশ্য সংঘাতে নয়, বরং ন্যায়ভিত্তিক, পেশাগত মর্যাদা ও সমতা নিশ্চিত করা, যাতে প্রশাসনিক কাঠামোতে সব ক্যাডার সমভাবে মূল্যায়িত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/