[ad_1]
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আবারো নারী ও শিশুসহ ১৯ জন বাংলা ভাষাভাষী মুসলিমকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৬ মে) ভোরে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের গোলমনিপাড়া সীমান্ত দিয়ে এই পুশইন ঘটনা ঘটে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিএসএফ-এর গোলমনিপাড়া ক্যাম্পের সদস্যরা ওই ১৯ জনকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায়। পরে তারা মাটিরাঙ্গার তাইন্দং কৃষ্ণদয়াল পাড়া এলাকায় প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে এবং বিজিবি’র কৃষ্ণদয়াল পাড়া বিওপিকে (বর্ডার আউটপোস্ট) খবর দেয়। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।
বর্তমানে পুশইনকৃত ব্যক্তিরা বিজিবির তত্ত্বাবধানে আচালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন।
ইউএনও মনজুর আলম জানান, “তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। প্রমাণিত হলে যে তারা বাংলাদেশি নাগরিক, সেক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
তিনি আরও বলেন, “বিজিবি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সমন্বয় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”
উল্লেখ্য, এর আগেও চলতি মাসের ৭ তারিখে খাগড়াছড়ির শান্তিপুর ও তাইন্দং সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৪২ জনকে একইভাবে বাংলাদেশে পুশইন করেছিল বিএসএফ।
স্থানীয়রা বলছেন, বারবার পুশইনের এই ঘটনা সীমান্ত নিরাপত্তা এবং মানবিক দৃষ্টিকোণ উভয় দিক থেকেই উদ্বেগজনক।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com