[ad_1]
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে যেকোনো সময় শপথ নিতে পারেন বিএনপি নেতা ইশরাক হোসেন। শপথের প্রায় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং বর্তমানে প্রধান উপদেষ্টার নির্দেশনার অপেক্ষায় রয়েছে বিষয়টি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকার বিভাগের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রধান উপদেষ্টাকে শপথ গ্রহণের জন্য প্রয়োজনীয় সারসংক্ষেপ পাঠিয়ে সময় নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে বা তাঁর প্রতিনিধি—উপদেষ্টা, সচিব অথবা অন্য কেউ—শপথ গ্রহণ কার্যক্রম সম্পাদন করতে পারেন। এ জন্যও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বর্তমানে প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য অপেক্ষা চলছে। কর্মকর্তারা আরও জানান, প্রধান উপদেষ্টা অনুমোদন দিলেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় আদালতের নির্দেশ মোতাবেক দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করিয়ে প্রজ্ঞাপন জারি করবে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com