স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আওতাধীন “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প”-এর উদ্যোগে নরসিংদীর রায়পুরা পৌরসভায় মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রভাব কমাতে পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনিং ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) সকাল ১০টায় রায়পুরা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা।
এই ক্যাম্পেইনে সহযোগিতা করে রায়পুরা পৌরসভা ও বাংলাদেশ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট লিমিটেড।
“নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, দেশকে রাখুন সুন্দর”—এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে অংশগ্রহণকারীরা মাস্ক পরে হাতে ঝাড়ু, করাতি, ঝুড়ি ও অন্যান্য সরঞ্জাম নিয়ে মশার উৎপত্তিস্থল পরিষ্কার করেন এবং সাধারণ মানুষের মাঝে মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, কর নির্ধারক মো. জাহাঙ্গীর, কর আদায়কারী রোকন, বাজার কমিটির সভাপতি মো. ফারুক মিয়া ও সাধারণ সম্পাদক সারোয়ার মোল্লা, ব্র্যাকের হেলথকেয়ার প্রোগ্রাম অফিসার সোহান খান, টিভি কন্ট্রোল প্রজেক্ট অফিসার শাহ আলমসহ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও সাধারণ জনগণ।
বক্তারা বলেন, “স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ রক্ষায় এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।” আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চালু রাখা হবে এবং এর সঙ্গে সমাজের সব স্তরের মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
https://slotbet.online/