সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি, প্রশ্নপত্র ফাঁস এবং আর্থিক অনিয়মের অভিযোগে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২৬ মে) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা। তারা অভিযুক্ত শিক্ষকের অপসারণ ও তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, শিক্ষক শফিকুর রহমান দীর্ঘদিন ধরে ছাত্রীদের পার্কে ঘোরার প্রস্তাব, শ্রেণিকক্ষে অশালীন আচরণ ও ইঙ্গিতপূর্ণ কথা বলাসহ বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছেন। এমনকি রমজান মাসে এক ছাত্রীর জন্মদিন উদযাপনের নামে শ্রেণিকক্ষে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও তোলা হয়।
শিক্ষার্থীরা বলেন, “একজন শিক্ষক হিসেবে তার এই আচরণ লজ্জাজনক এবং শিক্ষাঙ্গনের জন্য হুমকিস্বরূপ। আমরা তার অপসারণ চাই, যেন আর কোনো শিক্ষার্থী এমন ভয়ের মধ্যে পড়াশোনা না করে।”
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে—তিনি পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে ফাঁস করেছেন, ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে অনিয়ম চালিয়ে যাচ্ছেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে আমরা ক্লাস বর্জন করব এবং প্রয়োজনে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরের সিদ্ধান্ত নিতে বাধ্য হব।”
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা “শফিকুর রহমানের অপসারণ চাই”, “ছাত্রীদের নিরাপত্তা চাই”, “নৈতিকতার অবক্ষয় চলবে না”—ইত্যাদি স্লোগানে বিদ্যালয় চত্বর মুখরিত করে তোলে। উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে অন্য শিক্ষকরা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল বলেন, “অভিযোগগুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারীদের সঙ্গে কথা বলে সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
https://slotbet.online/