[ad_1]
সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসান ও সাবেক পুলিশ সুপার (এসপি) চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ২৫ জনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করেন জেলার সদর উপজেলার বৈচনা গ্রামের বাসিন্দা ওবায়দুল্লাহ। তিনি মাদার সরদারের ছেলে। আদালতের বিচারক মায়নুদ্দিন ইসলাম মামলাটি সদর থানার ওসিকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। মামলায় বাদী এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সদর থানার তৎকালীন ওসি ইনামুল হকসহ পুলিশের ১৫ জন সদস্য এবং আওয়ামী লীগের ১০ জন নেতাকর্মী।
বাদী ওবায়দুল্লাহ অভিযোগ করে বলেন, “২০১৪ সালের ১ জানুয়ারি তৎকালীন সরকারের পেটোয়া বাহিনী আমার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। এরপর বুলডোজার দিয়ে পুরো বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। সে সময়ের ডিসি নাজমুল আহসান নেতৃত্ব দেন অভিযানে। বর্তমানে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত। এসপি চৌধুরী মঞ্জুরুল কবীর দেশ ছেড়ে পালিয়েছেন।”
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন পুলিশ অভিযোগ আমলে নেয়নি। তাই ১৫ বছর পর ক্ষতিপূরণ ও বিচার চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন ওবায়দুল্লাহ।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com