[ad_1]
অভিন্ন চাকরিবিধি, হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার (২৭ মে) থেকে সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। তবে এই কর্মবিরতির মধ্যে জরুরি বিদ্যুৎ সেবা কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে।
সোমবার (২৬ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান অবস্থান কর্মসূচির ষষ্ঠ দিনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম।
তিনি জানান, দাবি পূরণ না হওয়ায় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিতে যাচ্ছেন। সমিতিগুলোতে কর্মরত এমআরসিএম (মিটার রিডার কাম মেসেঞ্জার) কর্মীরা মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রিডিং বই জমা দিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন।
গত ২১ মে থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, নিপীড়ন-হয়রানি বন্ধ ও দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন।
আন্দোলনকারীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন এবং দাবি আদায়ের বিষয়ে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে যেতে হচ্ছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com