ভিয়েতনাম সফরের শুরুতেই অস্বস্তিকর এক পরিস্থিতিতে পড়েন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। বিমান থেকে নামার সময় স্ত্রী ব্রিজিট মাখোঁ তাঁর মুখে হঠাৎ হাত তোলেন, যা অনেকের চোখে ধাক্কার মতো মনে হয়। ওই মুহূর্তটি ক্যামেরায় ধারণ হলে দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিওটি।
বিষয়টি নিয়ে শোরগোল
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানে ওঠার পর থেকেই মাখোঁ ও তাঁর স্ত্রীর মধ্যে তর্ক শুরু হয়। সেই উত্তেজনার প্রকাশই ঘটেছে বিমান থেকে নামার সময়। ভিডিওতে দেখা যায়, বিমানের দরজায় দাঁড়িয়ে আছেন মাখোঁ। হঠাৎ ব্রিজিট মাখোঁ তাঁর মুখের দিকে হাত তোলেন, যা অনেকটা ধাক্কার মতো মনে হয়। কয়েক সেকেন্ড পর প্রেসিডেন্ট পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে ক্যামেরার দিকে তাকিয়ে হেসে হাত নেড়ে স্বাভাবিক আচরণ করেন।
প্রেসিডেন্সিয়াল দপ্তরের ব্যাখ্যা
ঘটনার পর ফরাসি প্রেসিডেন্সিয়াল দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি ছিল “ব্যক্তিগত খুনসুটির মুহূর্ত”। তাদের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি হালকা মেজাজে ছিলেন এবং বিষয়টি গুরুত্ব দেওয়ার মতো কিছু নয়।
তবে ভিডিও যা বলছে…
ভাইরাল হওয়া ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, বিমান থেকে নামার সময় মাখোঁ স্ত্রী ব্রিজিটের হাত ধরতে চাইলেও তিনি তা এড়িয়ে যান এবং হ্যান্ডরেল ধরেন। এরপর দুজনে আলাদা ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নামেন।
ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে দাম্পত্য খুনসুটি বললেও, অনেকে ঘটনাটিকে প্রকাশ্য অসম্মান বলেও মন্তব্য করেছেন।
ফ্রান্সের ভিয়েতনাম সফরের শুরুতেই এমন দৃশ্য ঘিরে আলোচনার ঝড় বইছে আন্তর্জাতিক অঙ্গনে।
https://slotbet.online/