`এখন বললে ভয় পাবে, পরে মিডিয়ায় দেখে নিও’

Reporter Name / ৪২ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫


কুষ্টিয়ার কালিশংকরপুরে গোপন আস্তানা থেকে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ মে) ভোররাতে শহরের সোনার বাংলা সড়কের একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং কালিশংকরপুর ও আশপাশের এলাকায় তৈরি হয়েছে থমথমে পরিবেশ।

এসময় এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে এক সেনা কর্মকর্তা জানিয়েছিলেন, `এখন বললে ভয় পাবে, পরে মিডিয়ায় দেখে নিও।’

স্থানীয়দের বরাতে জানা যায়, দেড় মাস আগে মৃত মীর মহিউদ্দিনের ওই বাড়ির নিচতলা ভাড়া নেন সুব্রত ও মাসুদ। বাড়ির মালিকের আত্মীয় হেলালের মাধ্যমে ছয় হাজার টাকায় তারা বাসাটি ভাড়া নেন। স্থানীয় বাসিন্দারা জানান, তাদের কখনো দিনের বেলায় বাইরে আসতে দেখা যায়নি। মাঝে মাঝে জানালা খোলা থাকলেও কয়েক মিনিটের মধ্যেই আবার বন্ধ হয়ে যেত। রাতে একটি গাড়িতে করে তারা আসতেন বা যেতেন।

বাড়িটির ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীরা জানান, ভোর ৫টার দিকে হঠাৎ দরজা ভাঙার শব্দে তারা জেগে ওঠেন। বাড়ির সামনে সেনাবাহিনীর অন্তত ৫-৬টি গাড়ি এবং একটি কালো মাইক্রোবাস দেখা যায়। ২০-৩০ জন সেনাসদস্য বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং দোতলা ও তিনতলার শিক্ষার্থীদের কক্ষের ভেতরেই থাকতে বলেন। সেনা সদস্যরা আন্তরিকভাবে জানিয়ে দেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এরপর প্রায় তিন ঘণ্টা ধরে চলতে থাকে তল্লাশি।

অভিযান শেষে সকাল ৮টার দিকে দেখা যায়, একজন দাড়িওয়ালা ব্যক্তিকে হাতকড়া পরা ও মাথায় গামছা বাঁধা অবস্থায় কালো মাইক্রোবাসে তোলা হয়। আরেক যুবকের কোমর ও শরীর ছিল দড়ি দিয়ে বাঁধা। এক শিক্ষার্থী কৌতূহলবশত জিজ্ঞেস করলে এক সেনা কর্মকর্তা বলেন, “এখন বললে ভয় পাবে। পরে মিডিয়ায় দেখে নিও।”

বাড়ির অন্যান্য বাসিন্দারা তখনও জানতেন না, আটক দুজনই দেশের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, তারা পরিচয় গোপন করে বাড়িটি ভাড়া নিয়েছিলেন। বর্তমানে তারা আইনের আওতায় আছেন, এবং এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।

উল্লেখ্য, সুব্রত বাইন দেশের শীর্ষ সন্ত্রাসীদের একজন। ঢাকায় তার বিরুদ্ধে অন্তত ৩০টি হত্যা মামলা রয়েছে। ২০০৩ সাল পর্যন্ত তিনি ‘সেভেন স্টার’ নামে কুখ্যাত সন্ত্রাসী চক্রের প্রধান ছিলেন। ১৯৯১ সালে জাসদ ছাত্রলীগ নেতা মুরাদকে হত্যার মধ্য দিয়ে তার সন্ত্রাসী জীবনের শুরু হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/