সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার, ২৭ মে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) মোস্তাক আহম্মেদ। তিনি মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করে বলেন, “এই মেলায় যে সকল প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা হয়েছে তা আমাদের কৃষিকে জলবায়ু সহনশীল করার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির গাছের চারা, চাষাবাদ পদ্ধতি ও উপকারিতা চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। এতে কৃষকের মাঝে নতুন ধারণা সৃষ্টি হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, যিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। এ ধরনের মেলা কৃষকদের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস. এম. এনামুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, কৃষক দলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা এস. এম. এ. সোহেল, সমবায় কর্মকর্তা অনিমেষ কুমার দাস প্রমুখ।
মেলার প্রথম দিন ঘুরে দেখা যায় ১৮টি স্টলে অংশগ্রহণ করেছে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক, নার্সারি, উদ্যোক্তা, এনজিও কোম্পানি ও বিভিন্ন দপ্তর।
বিভিন্ন স্টলে চুইঝালের আধুনিক চাষাবাদ, নতুন জাতের বাহারি আম, বাদাম, লেটুস, ফুলকপি, ৪০ কেজি ওজনের মান কচু, ২০ কেজির ওল, বিশাল আকৃতির লাউসহ বিভিন্ন কৃষিজ পণ্য প্রদর্শিত হয়। এছাড়াও রয়েছে নার্সারির উদ্ভাবনী প্রদর্শনী এবং ওষুধ কোম্পানিগুলোর তথ্যবহুল স্টল।
উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক, কৃষাণী, শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
এই মেলা কৃষিতে আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব চর্চা ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও অতিথিরা।
https://slotbet.online/