কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আটক!

Reporter Name / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫


কুষ্টিয়ায় একটি বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদকে আটক করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এখনো পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার (২৭ মে) ভোররাতে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়কের একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। মৃত মীর মহিউদ্দিনের বাড়ির পেছনের একটি ফ্ল্যাটে প্রায় দেড় মাস ধরে দুই যুবক ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। হঠাৎ ভোররাতে ওই বাড়িতে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে বাড়িটি ঘিরে ফেলে এবং অভিযান পরিচালনা করে।

বাড়িটির নিচতলায় বসবাসরত এক শিক্ষার্থী জানান, সকাল ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস আসে। এরপর সেনা সদস্যরা একজন দাড়িওয়ালা যুবককে হাতকড়া পরিয়ে এবং আরেকজনকে হাত বেঁধে গাড়িতে তুলে নেন। সে সময় সেনা সদস্যদের একজন জানান, গ্রেপ্তার ব্যক্তির একজন সুব্রত বাইন।

এ বিষয়ে জানতে কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “এই অভিযানে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। অন্য কোনো বাহিনী অভিযান চালিয়েছে কি না, তা জানার চেষ্টা করছি।”

অন্যদিকে, কুষ্টিয়ার সেনা ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/